মিত্রাভ গুহ সিডনি ওপেন ২০২৫ ক্লাসিকাল ও ব্লিৎজ চ্যাম্পিয়ন

GM মিত্রাভ গুহ সিডনি ওপেন ২০২৫ এ দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন। ইহা ওনার তৃতীয় ধারবাহিক দুটি টুর্নামেন্ট বিজয় অস্ট্রেলিয়াতে। এর আগে মেলবোর্ন ও ক্যানবেরাতে মিত্রাভ দুটি করে টুর্নামেন্ট জয়লাভ করেন মাত্র কয়েকদিন আগে। বর্তমানের জাতীয় ব্লিৎজ চ্যাম্পিয়ন ৭.৫ পয়েন্ট করে চ্যাম্পিয়নশিপস বিভাগে (>২০০০) আর ১১ পয়েন্ট করে ব্লিৎজ বিভাগে চ্যাম্পিয়ন হন যথাক্রমে। IM রোনাল্ড ডাবলেও (ফিলিপিন্স) 7 পয়েন্ট করে দ্বিতীয় স্থান অধিকার করেন। GM সায়ন্তন দাস ৬.৫ পয়েন্ট করে তৃতীয় হন। চ্যাম্পিয়নশিপস বিভাগে মোট পুরস্কার মূল্য ছিল অস্ট্রেলিয়ান ডলার $৮৭৫০। প্রথম তিনটি পুরস্কার ছিল $৩০০০, $২০০০ ও $৮৭৫ যথাক্রমে। ব্লিৎজে মোট পুরস্কার মূল্য ছিল $১০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল $৩০০, $২০০ ও $১০০। এটি মিত্রাভর এই বছরের নবম ও দশম রেটিং টুর্নামেন্ট বিজয়। ছবি: উইনস্টন ঝাও চেন