মিত্রাভ গুহ O2C ডোবার্ল কাপ ২০২৫ প্রিমিয়ার ও ব্লিৎজ চ্যাম্পিয়ন

GM মিত্রাভ গুহ O2C ডোবার্ল কাপ ২০২৫ এ দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন। এক সপ্তাহ আগে মেলবোর্নে দুটি টুর্নামেন্ট জেতার পর, ক্যানবেরাতেও মিত্রাভ দুটি টুর্নামেন্ট জিতলেন। প্রিমিয়ার (>২০০০) বিভাগে বর্তমানের জাতীয় ব্লিটজ চ্যাম্পিয়ন ৭.৫ পয়েন্ট আর ব্লিৎজে ৮.৫ পরে চ্যাম্পিয়ন হন। GM সায়ন্তন দাস এককভাবে ৭ পয়েন্ট করে দ্বিতীয় স্থান করেন। দুজনেই অপরাজিত থাকেন। প্রিমিয়ার বিভাগে মোট পুরস্কার মূল্য ছিল AU $১৬০৫০। প্রথম তিনটি পুরস্কার ছিল $৫০০০, $৩০০০ ও $১৫০০ সঙ্গে একটি করে ট্রফি যথাক্রমে। ব্লিৎজে মোট পুরস্কার মূল্য ছিল AU $১৭৯০। প্রথম তিনটি পুরস্কার ছিল $৫০০, $২৫০ ও $১৫০। এটি মিত্রাভর সপ্তম ও অষ্টম রেটিং টুর্নামেন্ট জয় এই বছরে।