chessbase india logo

ভবন গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দির ১৭তম চেসমেট আন্তঃ স্কুল দলগত রাপিড রেটিং সেরা

by সাহিদ আহমেদ - 20/05/2025

ভবন গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দির অপরাজিত থেকে ১৬ পয়েন্ট করে ১৭তম চেসমেট - আন্তঃ স্কুল দলগত রাপিড রেটিং ২০২৫ চ্যাম্পিয়ন হয়েছেন। এই নিয়ে পরপর দ্বিতীয় বছর এই টূর্ণামেন্টে প্রথম স্থান বজায় রেখেছেন। এইবারে তাঁরা দ্বিতীয় স্থান অধিকারী, সাউথ পয়েন্ট হাই স্কুল 'ক' ১৫ পয়েন্ট, এক পয়েন্ট এগিয়ে শেষ করেন। সাউথ পয়েন্ট হাই স্কুল 'খ' ও দিল্লী পাবলিক স্কুল রুবি পার্ক দুটি দলের প্রত্যেকেই 13 পয়েন্ট করে। তাঁরা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে টাই-ব্রেক অনুযায়ী। সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় এই নিয়ে পর পর দ্বিতীয় বছর। তাঁরা ১১ পয়েন্ট করেন। ছবি: সাউথ পয়েন্ট হাই স্কুল

BGKV পর পর দ্বিতীয় বছর চ্যাম্পিয়ন

এই টুর্নামেন্ট হচ্ছে ভারতবর্ষের একমাত্র আন্তঃ স্কুল দলগত রাপিড রেটিং খেলা যেখানে কোনো প্রবেশ মূল্য নেই কিন্তু নগদ টাকা ও ট্রফি আছে পুরস্কার হিসেবে। মোট পুরস্কার মূল্য ছিল ₹৪৪০০০। ওপেন ও বালিকা, দুটি বিভাগেই, প্রথম তিনটি পুরস্কার ছিল ₹১০০০০, ₹৭০০০ ও ₹৫০০০ সঙ্গে একটি করে ট্রফি।.বোর্ড পুরস্কার ও ছিল চারটি বোর্ডে সেরাদের জন্য।

প্রথম - ভবন গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দির ১৬/১৮ | ছবি: সাউথ পয়েন্ট হাই স্কুল

ভবন গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দির দলের কর্মদক্ষতা

দ্বিতীয় - সাউথ পয়েন্ট হাই স্কুল 'ক' ১৫/১৮ | ছবি: সাউথ পয়েন্ট হাই স্কুল

উদ্বোধনী প্রথম দান | ছবি: সাউথ পয়েন্ট হাই স্কুল

খেলার কিছু মুহূর্ত | ছবি: সাউথ পয়েন্ট হাই স্কুল

এই টুর্নামেন্টের আয়োজক সাউথ পয়েন্ট হাই স্কুল আয়োজন করেছিলেন সেখানেই ২৫শে ও ২৬সে এপ্রিল ২০২৫। মোট ১৬৮ জন খেলোয়াড় ৪২টি দলকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলকে প্রতিনিধিত্ব করেছিলেন এই দুইদিনব্যাপী নয় রাউন্ডের আন্তঃ বিদ্যালয় রাপিড রেটিং খেলায়। সময় নিয়ন্ত্রণ করা হয়েছিল ১৫ মিনিট + ১০ সেকেন্ড বৃদ্ধি প্রত্যেক দানের জন্য।

ফলাফল

Rk.SNoTeamGames  +   =   -  TB1  TB2  TB3  TB4  TB5  TB6 
11B.G.K.V.972016027550,51870
22SOUTH POINT HIGH SCHOOL ( TEAM - A )963015025,5539,31930
311SOUTH POINT HIGH SCHOOL (TEAM - B )953113122,5469,51940
410DELHI PUBLIC SCHOOL, RUBY PARK9612131223991820
514TIG PUBLIC SCHOOL, KONNAGAR952212220330164,50
65THE FUTURE FOUNDATION SCHOOL960312023462,51860
74SUDHIR MEMORIAL INSTITUTE(GIRLS)951311022423,8178,50
813DELHI PUBLIC SCHOOL NEWTOWN951311021,53951820
920CALCUTTA INT. SCHOOL, ANANDAPUR951311021,5379,3168,50
107DON BOSCO SCHOOL, LILUAH951311021458,82010

বিস্তারিত



Contact Us