ভবন গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দির ১৭তম চেসমেট আন্তঃ স্কুল দলগত রাপিড রেটিং সেরা
ভবন গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দির অপরাজিত থেকে ১৬ পয়েন্ট করে ১৭তম চেসমেট - আন্তঃ স্কুল দলগত রাপিড রেটিং ২০২৫ চ্যাম্পিয়ন হয়েছেন। এই নিয়ে পরপর দ্বিতীয় বছর এই টূর্ণামেন্টে প্রথম স্থান বজায় রেখেছেন। এইবারে তাঁরা দ্বিতীয় স্থান অধিকারী, সাউথ পয়েন্ট হাই স্কুল 'ক' ১৫ পয়েন্ট, এক পয়েন্ট এগিয়ে শেষ করেন। সাউথ পয়েন্ট হাই স্কুল 'খ' ও দিল্লী পাবলিক স্কুল রুবি পার্ক দুটি দলের প্রত্যেকেই 13 পয়েন্ট করে। তাঁরা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে টাই-ব্রেক অনুযায়ী। সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় এই নিয়ে পর পর দ্বিতীয় বছর। তাঁরা ১১ পয়েন্ট করেন। ছবি: সাউথ পয়েন্ট হাই স্কুল
BGKV পর পর দ্বিতীয় বছর চ্যাম্পিয়ন
এই টুর্নামেন্ট হচ্ছে ভারতবর্ষের একমাত্র আন্তঃ স্কুল দলগত রাপিড রেটিং খেলা যেখানে কোনো প্রবেশ মূল্য নেই কিন্তু নগদ টাকা ও ট্রফি আছে পুরস্কার হিসেবে। মোট পুরস্কার মূল্য ছিল ₹৪৪০০০। ওপেন ও বালিকা, দুটি বিভাগেই, প্রথম তিনটি পুরস্কার ছিল ₹১০০০০, ₹৭০০০ ও ₹৫০০০ সঙ্গে একটি করে ট্রফি।.বোর্ড পুরস্কার ও ছিল চারটি বোর্ডে সেরাদের জন্য।
এই টুর্নামেন্টের আয়োজক সাউথ পয়েন্ট হাই স্কুল আয়োজন করেছিলেন সেখানেই ২৫শে ও ২৬সে এপ্রিল ২০২৫। মোট ১৬৮ জন খেলোয়াড় ৪২টি দলকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলকে প্রতিনিধিত্ব করেছিলেন এই দুইদিনব্যাপী নয় রাউন্ডের আন্তঃ বিদ্যালয় রাপিড রেটিং খেলায়। সময় নিয়ন্ত্রণ করা হয়েছিল ১৫ মিনিট + ১০ সেকেন্ড বৃদ্ধি প্রত্যেক দানের জন্য।
ফলাফল
Rk. | SNo | Team | Games | + | = | - | TB1 | TB2 | TB3 | TB4 | TB5 | TB6 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 1 | B.G.K.V. | 9 | 7 | 2 | 0 | 16 | 0 | 27 | 550,5 | 187 | 0 |
2 | 2 | SOUTH POINT HIGH SCHOOL ( TEAM - A ) | 9 | 6 | 3 | 0 | 15 | 0 | 25,5 | 539,3 | 193 | 0 |
3 | 11 | SOUTH POINT HIGH SCHOOL (TEAM - B ) | 9 | 5 | 3 | 1 | 13 | 1 | 22,5 | 469,5 | 194 | 0 |
4 | 10 | DELHI PUBLIC SCHOOL, RUBY PARK | 9 | 6 | 1 | 2 | 13 | 1 | 22 | 399 | 182 | 0 |
5 | 14 | TIG PUBLIC SCHOOL, KONNAGAR | 9 | 5 | 2 | 2 | 12 | 2 | 20 | 330 | 164,5 | 0 |
6 | 5 | THE FUTURE FOUNDATION SCHOOL | 9 | 6 | 0 | 3 | 12 | 0 | 23 | 462,5 | 186 | 0 |
7 | 4 | SUDHIR MEMORIAL INSTITUTE(GIRLS) | 9 | 5 | 1 | 3 | 11 | 0 | 22 | 423,8 | 178,5 | 0 |
8 | 13 | DELHI PUBLIC SCHOOL NEWTOWN | 9 | 5 | 1 | 3 | 11 | 0 | 21,5 | 395 | 182 | 0 |
9 | 20 | CALCUTTA INT. SCHOOL, ANANDAPUR | 9 | 5 | 1 | 3 | 11 | 0 | 21,5 | 379,3 | 168,5 | 0 |
10 | 7 | DON BOSCO SCHOOL, LILUAH | 9 | 5 | 1 | 3 | 11 | 0 | 21 | 458,8 | 201 | 0 |